অনিয়মের নিয়ম

দেখো..
মরছে ব্যাঙ, লড়ছে বেজি
খেলছে ওঝা
অনিয়ম-বিষ-নিয়ম খেলা!

না হ্

এই হাল নিয়ম
ব্যাঙ তুই মর, লড় বেজি তুই
আমি খেলে যাই-ওঝা;
আমি মন্ত্র -জানি- নাড়তে কাঠি

আর..

আমরা??
দর্শক...দেখছি খেলা |
হর্ষ বেশ, উল্লাস হাততালি-
মরে ব্যাঙ, লড়ে বেজি, আমরা???

পাগল!

বাজাই তালি....সুখ করতল !
সুখ লুটে যায়- ওঝা, দুধ? ব্যাল!!
নিয়মেরখেলা! চলছে, চলবে...অন্তহীন!!!