তোমাকে ভাবতে গিয়ে
মনেহয়-
চলো...একটা কবিতা লিখি,

কিন্তু..জানো, হয়না আর!! হয়নি আজও |

যখন উপমা খুজি
মনেহয়-
পাগল!!! নিরুপমা'র উপমা কেমন!

ভাবে গেলো কাল, তবু হলোনা আজও !!!

যখন রূপক সাজাই
মনেহয়-
প্রমত্ত ওরে... রুপের রূপক কি'রে?

পাগল মন, নি-দমন, তবু হলোনা আজও !!!