ভোরের পাখিগুলো রোজ ডেকে যায়
তুমি শুনেছো রুমা?
জানো .....ওদের ভাষা | শুনেছো কি?
ওরা তোমায় ডাকে, তোমার খোঁজে যায়!!

তুমি জানো কি??

ওরা.ভালোবাসে | ওরা জানে ...শুরুর শুরু

উদাস দুপুর আর্ত_চাতক কেঁদে যায়
তুমি শুনেছো রুমা?
কান্না দেখেছো ওদের? শুনেছো কি?
ওরা তোমায়  খোঁজে,  জীবন খুঁজে যায়!!

তুমি জানো তা?

ওরা ভালোবাসে | ওরা জানে...জীবনের শুরু |

আপন দেখেছে রুমা? চিনেছো আপন?
যদি চেনো...জানো যদি
পেয়ে যাবে বিলকুল...ভাবের কিনারা-কূল
আপনার ঘরে ||

# ভাবের ভাবনায় রুমা
# মণি জুয়েল