রাত আর নেই বাকী
- মণি জুয়েল


এই মন পাগল মন আমার..মন মানে না
কোথায় গেলে তোমায়, আকাশের কোন তারায়, বলো খুঁজে পাই?
পাগল মন, খুঁজে যায়..খুঁজে যায়, আশায় আশায় |
এই মন, পাগল মন আমার,..মন মানে না |


মাতাল এই রাতে, নিরবতার সাথে, কতকথা বলে যাই
মনের এ বেদনা, তুমি তো জানো না, বিচ্ছেদঅনলে জ্বলে যায়
মনের এই কথা, আর যত ব্যথা, শোনাতে তোমায়
পাগল এ মন খুঁজে যায় খুঁজে যায় ...আশায় আশায়
এই মন, পাগল মন আমার... মন মানে না |


ফুরাবে এই রাত, গোপন মনের আলাপ, চাঁদ ওই ডুবে যায়
উড়ে যাবে পাখি, রাত নেই বাকী, সোণালী দিনের আশায়-
জ্বলা ওই প্রদীপ টিপ টিপ নিভে যায়....
পাগল এ মন খুঁজে যায় খুঁজে যায় ... আশায় আশায়
এই মন, পাগল মন আমার ... মন মানে না ||