প্রাককালে ভিজতে ভিজতে
- মণি জুয়েল(Moni Jewel)


উন্মুক্ত করে দাও উন্মুক্ত হয়ে যাক সব দ্বার।
কিম্বা, ঢুকতে দাও-
বাতাস যেমন বাতায়নে!-
সরিয়ে দিয়ে যত প্রকার পর্দাপ্রাকার।
কিম্বা উড়ে যাক' উদ্দাম মাদকতায়।
লাল সকাল হোক, রক্তিম লজ্জা'য়
নতুন আরোএক দিবসের সূচনায়!
রাতভোর..ভেজা সবুজ পর্ণাগ্রে'র
ডগা বেয়ে, ঝরেই যাচ্ছে শিশির


এখনি শেষ হয়ে যায়নি জেনো২


সুস্নিগ্ধতা, কোমলতা, কোমসতা
স্বপ্নময়ী-চাঁদ' এখনো ম্লান হয় নি
লুকোচুরি বেশ সাদামেঘের সাথে!
জ্বলে উঠুক না' দগদগে বহ্নিদিবস
শরৎ'এ ঠিক কাশ দোল খেলে যায়।
সাথে মাতাল-শুভ্রতা, নীল সীমানায়।
যেমন- তোমাতে আমি!
কিম্বা জীবন যেমন-
শূন্যে ভাসতেই থাকে, খোলা পেয়ে নয় দ্বার।


×××25.Jul.2018-ধুলিয়ান-05:42AM×××