- মণি জুয়েল(Moni Jewel)


এখন বেশ রাত, কোত্থাও তেমন উষ্ণতা নেই!
কুয়াশায় ছেয়ে গেছে ফসলের মাঠ,
জাতীয় হাইওয়ে'র লাইটগুলোও বড়'ই রুগ্ন!
যদিও জ্বলছে
আগের মতনই, কিন্তু কুয়াশা...
সবকিছু ঝাপসা হয়ে গেছে, কাঁপছে রজনী!
কোথাও উচ্চ-শব্দ তেমনটা নেই
শুধুই হিংস্র কুকুরদের দৌড়, আর চিৎকার
লালা ঝরছে...
ভয়ে ভয়ে পথচারি হাঁটছে!
সময় চলছে ঠিক শব্দহীন!
কিন্তু শিশির(?)
সে তো দেখাবেই সকালে সন্ত্রস্ত আর্ততার
শীতার্ত ঘনঘোর থরথরে রজনীর
ছবি, কাঁপতে থাকা সারা তমসার জাগরনী।
কথা তো তুলবেই রক্তের দাগ
রক্ত আলোয়।
জেনে যাবে-ই, সকালের সকল ভারতবাসী।
এখানে, কুকুর ঘেরা আঁধার ছিলো
এখান দিয়ে ভীত পথিক নি:শব্দে হেঁটেছিলো!


***27.11.2017-ধুলিয়ান-10:45PM***