আমিও চাই, তুমিও আমার বাঁশি'টা ঠোঁটে নাও
অথবা এসো
মস্ত্ আমিই বাজাই
তুমি এসো' এসো তুমি এসে যাও
ফানাহ্...ফানাহ্ হয়ে যাই


উন্মুক্ত তুমি
আমিও উন্মুক্ততায়


নাহ্ নির্বাণেই শেষ না, পথ আরো বাকী


ওই অসীম-সীমায়
প্রাণের ভূমি


ভাবো, ওতে ওষ্ঠ রেখেছি
আহ্। আমার দু_তালুতে তবলাও
খিরণ, ঘষেই যাচ্ছি-
আঙুল-ডগায়
অরণ্যে ঢাকা নদীতে, ঠোঁটে বাইছি, বংশী-নাও


সেখানে থেকে শব্দ বেরোচ্ছে@মণি জুয়েল