শরৎএর শুভশ্রী
- মণি জুয়েল(Moni Jewel)


অন্তহীন...ভিজেই যাচ্ছি, ভিজেই যাচ্ছি।
আরও কত?
আর কত দেরি শুভশ্রী!
খসে যাক-না যত কাল-আভরণ
উন্মুক্ত' দেখি, ধবধবে ওই দ্যু!
ভেসে যাক মন সুনীল'সীমায়
তাকিয়ে'ই থাকি...পলকহীন


সম্মোহিত করে দাও, প্লিস!২


তাকিয়ে'ই থাকি...পলকহীন
বন্ধ হ উ ক আমার আন'পান
আঁটকে যাই অনন্ত-নীল-ভ'এ!
আহা... প্রশান্তি'র ওই সু-শুভ্রতা
পূত...., সদ্য নিঃসৃত!!
দুলে উঠুক-
কাশ, আকাশ। পর্ণ-ন্যায় ভিজেই যাচ্ছি!
 
×××19.08.2018-ধুলিয়ান-01:29AM×××


*কাল-আভরণ= মেঘের আচ্ছাদন*
*পূত= পূজিত, আকাঙ্ক্ষিত*
*নিঃসৃত= বাষ্পীভুত হওয়া/করা(Exhale)*


।।শব্দগুলো প্রয়োগ ঠিক হয়েছে কি না তা নিয়ে পাঠক-পাঠিকাদের বিশেষ মতামত পেতে চাই।।