শিতল ছায়ায় ঢেকে দিলাম, এবার তুমি হাসো
ঘন মেঘ ঝরিয়ে দিলাম একটুখানি ভেজো
এক মৃদুমাতাল বাতাস দিলাম
এ বুকে এসে ভাসো...


জানো কি অভিমানি,আমি তো রোজ ভিজেছি,
মনে মনে গোপনে কতই না ঝরিয়েছি?
মনের দুঃখ কান্না, ব্যথা ও বেদনা
এসো না মুছি এ উষ্ণতায়।
দুই হাত ছড়িয়ে ডাকছি তোমায়-
সেই প্রেমেই ভাসো।


ঝরাপাতা বিছিয়ে দিলাম, তরঙ্গে ছন্দে আসো
পুলকে ভরিয়ে এ মন আবার ফিরে আসো।
এ ভেজা বুকের সুবাস দিলাম
পুলকে আমায় রাখো।
                                  - Moni Jewel