আচ্ছা, জানালার সুগন্ধি-ফুল'টা কেমন আছে?
বৃষ্টি হচ্ছে?
পর্দাটা কি সরিয়েছো?
যদি দু-দিকে সরিয়ে দিয়ে থাকো
নিশ্চয় ফুল'টা ভিজে গেছে
কিন্তু দেখছো..
এ আমার অসহায়ত্ব
আমি চাইলেই বাড়াতে পাই-না হাত
আসলে ভীষণ দূরত্ব,
দূরত্বে আছো।
সাগরের যখন ঝড় উঠেছে
এ তুমি নিশ্চয়'ই বুঝতে পেরেছো
যদি খুলে দিয়ে থাকো
তবে ভিজুক।
দমকায় উড়ে যাব যেন খড়কুটো উড়ে যাচ্ছে!
তোমার খোলা জানালায়@মণি জুয়েল
মনোমুগ্ধকর প্রকাশ
রূপকের অনন্য বাক্যবিন্যাস কবিতাকে করেছে উপভোগ্য।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি, শুভ কামনা রইল।
রূপকে দুর্দান্ত বিরহের কবিতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
রূপক বিরহ ভাবনায় সুন্দর কাব্য । মুগ্ধ অশেষ ।
শুভকামনা , জানাই প্রিয়কবিকে ,ভাল থাকুন সদা ।
খুব সুন্দর জীবনমুখী -বিরহের কবিতা!
দারুন। শুভকামনা চিরন্তন প্রিয় কবি।
আবেগপ্রবণতায় সিক্ত হল মন
অসংখ্য শুভেচ্ছা কবি ভালো থাকুন।
আহ! প্রাণ ছুঁয়ে গেলো নিদারুন আবাগী কথামালায়।
অনন্য বিরহের কবিতা।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।