- মণি জুয়েল(Moni Jewel)


একে একে  চারিদিকের 'দুপুরের আজান'গুলো
থেমে গেলো!
পাখিগুলো এখনও উড়ছে
উত্তুরে বাতাসের শীতলতায় উস্কোখুস্কো মনে
ছাদে বসে থাকা বউগুলোও উঠে গেলো।
শুনতে পাচ্ছি...বাথরুমের জলের আওয়াজ
নারিকেল'গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি
আকাশটা এখন তেমন আর নীল নেই,
সাদাও নয়,কেমনই যেন একটা ফেড রঙ!


রোদের তেজ যদিও এখনও কমে যায় নি২


তবুও যেন, একটা অগোছালো নিঝুম ঢঙ!
পথে যন্ত্রযানের তেমন আর দৌড় নেই!
দক্ষিণ পাড়া থেকে খুব ক্ষীন খুব ক্ষীন সুরে
থেমে থেমে ভেসে আসছে গানের আওয়াজ
পিয়া কুছ ভি করলে লেকিন রাখনা য়্যদ
কুছ শাদি সে প্যহলে, ওর, কুছ শাদি কে বাদ
পাখিগুলো এখনও উড়ছে...
খু উ ব দুরে...
একা একা উড়তে উড়তে কি যেন খুঁজে যাচ্ছে!


****22.11.2017-ধুলিয়ান-12:35PM****