- মণি জুয়েল(Moni Jewel)


কোনো কোলাহল নেই, শব্দ'রা সব এখন থেমে গেছে।
নিঃশব্দতার মোহময় শব্দে, দুলছে পৃথিবী-
তুমি আসবে বলে। তোমার আসার আশায়-
মস্ত্, বসে আছি আমি মহাশূন্যের অসীম শূন্যতায়!
আমি জানি- তুমি আসবে, এসেই যাবে
আলো জ্বেলে, তুমি এসে যাবে আঁধার দুর করে,
রাতের বিন্দু শিশির পেয়ে যাবেই মদ মাদকতা,
উদ্দামতা সাতসমুদ্রের।
আর, ওহ্ রজনীগন্ধা, তোমার কোমস_গন্ধ


সম্ভোগেচ্ছেু তোমার শরীরের নিগূঢ়_গন্ধ!২


যে গন্ধের মাদকতায়, যে স্বর্গীয়_সঙ্গমতায়
শুরু কুসুমিত_বসন্তের,
ওহ্.. ডিয়ার, ওহ্ মাই লভ্, কসমিক_বসন্তের!
নেচে উঠবে সমগ্র সম্ভার স্বর্গীয় দ্বন্দ্ব সুখ পরশে!
অতঃপর আমাতে তুমি, আমি তোমাতে...
একে একে একাকার, বিচ্ছিন্ন কম্পমান দুই অধর!
নিঃসীম অনন্ত, আর যার কোনো শেষ নেই,
যার আর চলা নেই, বলা নেই, নির্বিকার
মুদে যাওয়া চোখ পুলকিত পলক অনাহাত শীৎকারে।


*****16.12.2017-ধুলিয়ান-01:05AM*****
                       #কথাকবিতা