- মণি জুয়েল (Moni Jewel)


মাঝরাত, কোথাও কোনও সাড়া শব্দ এখন নেই।
থেমে গেছে সব
ব্যাটারি-চালিত টুকটুক গাড়িগুলো
সারাটি দিন ভোর মেট্রো'র-শব্দে ছুটতে ছুটতে
ঘুমিয়েছে এখন চার্জারে নিজেকে জুড়ে।
খেতে দেয় বলেই হয়তো খেতে পেয়েও যায়!
কিন্তু, তুমি, আমি, সে!
দিয়েও কি পেয়েছো, পেয়েছি, বা পেয়েছে!


আগতপ্রায় শীতের রাত থমথমে-চুপচাপ,


কম্বল তলে ফস ফস, শুধু নিঃশ্বাস-প্রশ্বাস!
যার নেই-কোনও শেষ
সমস্তটাই পুরে নিতে চাচ্ছে একদমে সবটাই!
বেকুব আমি শুধুই দেখছি শুধুই শুনছি...
সবটাই খালি, অথচ ভরে নিতে চাওয়ার শেষ
নেই, শেষ নেই বিষ উগরে দেয়ারও
উপক্ষারীয় ক্ষার
শুধু-ই জ্বলছে আর জ্বালছে, পুড়ছে আর পুড়ছে।


****15.11.2017- ধুলিয়ান- 11:55PM****