দুনিয়ার কত হৃদয় কখন কিভাবে বদলে গেছে
ভেসে গেছে স্রোতে।
অল্প কয় থেকে যায় একাই।
ও...কবর আমার, লাখ্ত্-এ-জিগার,
কিন্তু, আমি তো মনে রেখেছি
কতবার বলেওছি
তোমাতে মিশে যেতে চাই
নাও, এসো, ডোবাও; উত্তরনে ডুবে যাই
জীবন তো ধরেই রেখেছি
পারাবার ভাসাও...
দেখ না, কিভাবে ঢেলে দিচ্ছি
জমানো বিন্দু আমার প্রাণ-সমাহার!
আমি উত্তরণে মরতেই চাই,
লিপ্সার সেই মৃত্যুতে
যে মৃত্যু, জীবনকে অনন্ত-জীবনের ডাক দিচ্ছে
যে পথে জীবন বয়ে যাচ্ছে@মণি জুয়েল
Wonderful poems
নিজেকে উত্তরণের উত্তেজনাময় ভাবনা-চিন্তা ,
জাগ্রত , সুন্দর জীবনমুখী, প্রেমের কাব্য কথা, মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা প্রিয়কবি , ভাল থাকবেন ।
খুব সুন্দর কাব্য!
অনবদ্য সুন্দর কাব্য কথন। আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
সঠিক অনুধাবন, ভালো লাগলো অনন্য কবিতা।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
দারুণ কাব্যভাবনা।শুভকামনা প্রিয় কবি।
অনন্য রূপকের দারুন কাব্যশৈলীতে মুগ্ধ হলাম,
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।