- মণি জুয়েল (Moni Jewel)


জটিল হতে হতে এতো বেশীই জটিল হয়ে গেছে
আজকাল
----"র কথা বললে প্রথমেই
সস্তাকথা, অশ্লীলতার দায়ে কবির সেই কবিতা
ব্যান হয়ে যায়
উপদেশামর্শ এসে যায় শব্দ বদলের
অতঃপর শুর হয়ে যায়
কতকগুলো নিচের, ঘৃণ্য, জঘন্য অপপ্রচার!
অথচ একটু শান্ত হয়ে ভাবলেই,
ভাবা হয় জীবনের কথা, জীবনের সত্যতা


কিন্তু, মনই বিষাক্ত যখন, মেনে নিতে...


মিলন" খুব সুসেদ্ধ, চেবোনো যেতে পারে!
বন্ধু, তুমি জানো মিলন আসলে
যখন, শব্দ বদল করতে করতেই নাজেহাল!
সারল্য লুকোতে লুকোতে
বিষাক্ত এই জীবন জ্বলে যায় রোজ,
মরে যায় রোজ!
অথচ, তোমাদের ধর্মের, তোমার এ' জীবনেরই
কোষে কোষে অনন্ত যৌনতা!
খুব সহজ,
খুবই নিরহঙ্কার, অন্তহীন, মানবীয় মাইক্রো মুহূর্ত!


****28.08.2017 - ধুলিয়ান - 02:05PM****