শেষ হুঁইশেল
       মো.মনিরুল ইসলাম মিরাজ
    


অনেকটা পথ পেরিয়ে আজ এখানে
এক কঠিন সত্যের দ্বারপ্রান্তে,
চারদিকে হাহাকার,নিষ্ঠুর সময়ের পদক্ষেপ
আমি কিন্তু একেবারে নির্বিকার,সহজ সরল।
কারণ এটা আমার প্রমোদ ভ্রমণে যাত্রা ।


সময়ের হাতুরীপেটা চলছে বুকের ভেতর
বাতাসের গতি অতিমাত্রায় বাড়ে নাসারন্ধ্র
ঝড়ে ঘর নড়বড়ে করে,খুঁটি ভাঙ্গে
বজ্্রছোটে আকাশে,ফাটে কান
মোচড়ে ওঠে প্রাণ,স্পীকার সময়ের চাবি ঘুরান
সময় থমকে থমকে ফিরে ফিরে চেয়ে ফের দাড়ায়।


এক সময় শেষ হঁইশেল বেজে ওঠলো নিষ্ঠুরভাবে
আমি থমকে পালকহীন,শেষ ছুটির ঘন্টা।
অনেকের হ্্রদয় চোখে এলো জোয়ার
বন্ধ করা হলো নির্লিপ্ত চোখপত্র আমার
সবে বুঝতে পারলো স্পীকারের কান্ড
আমাকে আর ফ্লোর দেয়া হবেনা সংসদে।


দ্্রুত পাতানো হলো কোমল শয্যা
এক বুক নীচে গহীন মৃত্তিকার জঙ্গলে
মৃত্তিকাময়তায় মিশে গেলাম আধারে
বোধাদয়ে বুঝলাম ফ্লোর পেয়েছি ফের
স্পীকার আমার বক্তব্য নেবেন কড়া গন্ডায়।