একে অন্যের দিকে
কি! হিংস্রতায় তাকিয়ে থাকি
পাঠ করি হিংসের সিলেবাস।
মাংসের কিমা গুলো বেশ সু-স্বাদু
এইসব পাঠ শেষে তীব্র ক্লান্তিতে
জিরোতে যাই বিলাপের নদীতে।
ঢাকা শহরে ঢাকা পড়েছে শীত
টিএসসি,রিক্সায় পাশাপাশি, এসব অতীত।
এখন চুমুর ভেতর দুর্গন্ধ লেগে আছে
পঁচা শামুকের মতো গোলাপ পঁচে গেছে
আমাদের যে প্রেম ছিলো
কলি হতে যে ফুটে ছিলো
বিষধর কীটনাশকে পুড়ে গেছে তার পাপড়ি
ফুলের বাগানে যতো মৌমাছি, প্রজাপতি ছিলো
সেই কীটনাশক তাদেরও পুড়িয়ে মারলো
রাস্তায় রাস্তায় মৌন মিছিল হলো
লোকেরা মোমবাতি জ্বালিয়ে ছিলো
অতঃপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলো
ওরা জেনে ছিলো প্রেম পুড়ে গিয়ে-
ভয়াবহ দাবানলের মতো হিংস্র হয়ে উঠে
প্রেম হিংস্র হয়ে প্রেমিক কিংবা প্রেমিকার ঠোঁটে
বিষধর আগুন ফুল হয়ে ফুটে।