কথা বলার তৃষ্ণা কি যে নির্মম!
যাকে এই তৃষ্ণা পেয়েছে, সেই জানে -
ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে কতটুকু ছটফট করে প্রাণে।


তুমি হয়তো জানো না কিংবা জেনে যাবে।
তোমার কণ্ঠ শুধা পানে যে অপেক্ষায় দিন গুনে,
তার কলিজা পুড়ে গেছে কি বিষম প্রেমে!


সবুজ শৈবালে যে রাত নামে বিবশ জোছনার সাথে,
সে-ও জানে প্রতিটি অপেক্ষা কি নির্মম ভাবে,
ঝুলে আছে মৃত্যু পরোয়ানা গায়ে জড়িয়ে।
তুমি হয়তো জানো না, একদিন ঠিক জেনে যাবে।