একটা নারীর গন্ধে সন্ধ্যা তারা ফুটে উঠে,
রাত্রির শিয়রে খুলে যায় সমস্ত পানশালার দরোজা,
কামিনী ফুটে, ছলনাময়ী কামিনী!
গন্ধের মাঝে লুকিয়ে রাখে পৃথিবীর আদি ছলনা।
একটা নারীর গন্ধে একটা পুরুষ আত্মহত্যা করে
পানশালা থেকে ফিরে এসে সে হয়ে যায় লোডেড পিস্তল, যার ট্রিগার তার বুক বরাবর তাক করা।
একটা নারীর গন্ধে পুরুষটি'র আত্মহত্যার পরে
সমাধির শিয়রে দু'ফোঁটা জল মেঘের মতো নেমে আসে সেই নারীর চোখের দুয়ারে...
একটা নারীর গন্ধে একটা কামিনী ফুটে
তারার মতো একাকী সেই পুরুষের ঠোঁটে।