আমাকে এতো কষ্ট দিলে!
আমিতো এমন ছিলাম নাহ।
কষ্টর তীব্রতায় শুকিয়ে শুকিয়ে,
এখন আমি বসন্তের ঝরে পড়া পাতা।


এই বুঝি মাটিতে মিশে যাবো।
কতদিন ঘুমাই না জানো!
কতদিন এ দু’চোখে আলো দেখিনা।
দেখি অন্ধকারে ক্রমশ হারিয়ে যাচ্ছো তুমি।


আমাকে এতো কষ্ট দিলে!
অথচ মানুষ জানে,
কেউ কারো প্রিয় হলে, কষ্টগুলো
কি তরতাজা হয়ে দ্বিগুন লাগে বুকে।
কি নির্মোহ তার বেদনা,
তুমি জানলে না।


এখন আমি শুষ্ক বালির মতো উড়ে বেড়াই।
গ্রীষ্মের রোদে চিকচিক করে দেহ।
যেখানে যাই,যেদিকে তাকাই
শুধু গ্রীষ্মের খর তাপ রোদ্র
দেহ পুড়িয়ে দেয়।
বুকের জমিনে জমানো শিশির
দাউদাউ করে জ্বলতে থাকে।
আমি টের পাই,তবুও তাকিয়ে থাকি;
এই বুঝি তুমি এলে,এসেছো নাকি!


হতাশার চাদর গায়ে জড়িয়ে
নেমে পড়ি সন্ধ্যার রাস্তায়।
চারদিক কেমন ছোট হতে থাকে,
চারদিক ভরে যায় ব্যথা-বেদনায়।


আমাকে এতো কষ্ট দিলে!
আমিতো ছিলাম না এমন।
এখন যেমন জলে ভিজে গেলেও টের পাইনা,
আগুনে হাত রাখি, পুড়ে গিয়েও বলতে পারিনা
কি যন্ত্রণা।
আমি তো এমন ছিলাম না।
আমাকে এতো কষ্ট দিলে।


২১ ডিসেম্বর ২০২১.