এই রাত,তারাদের মিছিলে পদপিষ্ট মৃত প্রায়।
বিক্ষিপ্ত চিৎকার কণ্ঠনালী'তে শৈশবে দৌড়ায়।
ফজরের আযান বুকে বাজে - শিউরে উঠি বিষন্নতায়।
পৃথিবীর পথে অনেক হেঁটেছি,
দেখেছি,জলের মাঝে জীবন কিভাবে সাঁতরায়।


লাটিমের ন্যায় ঘুরেছি কতো - যতো পরিচিত,
মুখ ঢেকে নেয় অভিমানী বধূর মতো।
সময়ের হিসেব সময় কষেছে লিখেছে দিনালিপি।
ফজরের আযান বুকে বিঁধে যায়,টানতে হবে বুঝি ইতি।


এই মাঘে শীতের প্রকোপ,কুয়াশায় ভিজেছি খুব।
বৃষ্টির মতো শীত নেমে যায় ছিঁড়েছে মুখোশের মুখ।
এখন আর এতো হিসেব কষিনা জীবনের ধার-দেনা।
মানুষের কলে মাড়াই শেষে কতটুকু আর যায় চেনা?