মনে হয় সদ্য স্নান সেরে নেমেছো পৃথিবীতে।
এ পৃথিবীর ফুল,ঘাস,লতা-পাতা সবই তোমাকে চিনে।
তোমার ঐ উত্তাল ঠোঁটের চুম্বনে,
হে নরী! কতো পাহাড় ধ্বসে গেলো,
কতো নদী ভুলে গেলো তার গতিপথ।
কতো পুরুষ গলে গেলো মোমের মতো।
কতো যোদ্ধা পরাজয় মেনে নিয়ে অবনত করলো মস্তক
তুমি এই মাত্র নেমে এলে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে।
হে নারী! তুমি সুন্দর।
তোমাকে এ বুকের সাগরে নিমজ্জিত হতে দেখে
বারবার কেঁপে উঠে শামুকের অন্তর।
হে নারী! তুমি সুন্দর।


   ২৬.১২.২১ ইং


◼️কবিতাটি জয়ার একটা ছবি দেখে লিখা।