পাতার স্তূপের নিচে এই যে পড়ে আছে জীবন!
মাটিগন্ধী ভোরে শিশিরেরা হাসে - খেলে
সূর্যের উত্তাপে জ্বলে পুড়ে সমাপ্ত হলে
একটা কাক খুব কাছে এসে বসে,
কালো কৃশকায় শরীর নিয়ে ডানা ঝাপটায়
চোখে তার বিঁধে আছে নাগরিক কোলাহল
খানিক বাদে আরো কিছু কাক আসে, তারপর
আসে পুরো দল। কালো বিন্দুর মতো আকাশে উড়ে
সমস্বরে চিৎকার করে, কি এতো ব্যথা গোপন সুরে!
বেজে যায় কাকের হৃদয় হতে সবুজ নিমের শিকড়ে।
নিম গাছ, তেঁতো নিম গাছ; এখানে কাকদের বসবাস।


কাক আমার প্রিয় পাখি নয়
তবুও কেনো জানি নিজেকে কাকের মতো মনে হয়।