মানবজীবন!
পুড়ছে তো পুড়ছেই....থামছে না এখন।
এ কেমন যাপন! কোথাও কেউ নেই।
একা হতে আরো একা, বুনেছি হাজারো বীজ।
তবুও থেমে গেছে ফসলের চাকা।


বাতাসে ভাসে না আর বসন্তের আলাপ।
বহুদূর চলে গেছে সুখ,বীণার তার খেয়েছে ঘুণ পোকা।
কতোকাল দেখিনা জল,তৃষ্ণা মিটাবো কি করে! নেত্রকোনে সাজিয়েছি ক্লেশ,আঙুরের মতো থোকা থোকা।


যতোবার বেঁধেছি ঘর, মাটির ওপর,
ততোবার হয়েছে ভুল, নেমেছে ঝড়।
নিয়েছে কেঁড়ে যতো সহায় সম্বল।
শুকনো পাতা ঝরে যায় বুকে,
বিঁধে যায় কানে স্বর! পাতার মর্মর।


আহা!
মানবজীবন,
আলো উঠেনি!
উঠবে কখন?