অনেক আগের কথা। ছিল এক সুন্দর দেশ,
সেই দেশেতে করতো বাস এক ধার্মিক দরবেশ।
দেশের রাজা ছিল সহজ সরল সদা সত্যভাষী,
উদার মনের মানুষ রাজা জানতো দেশবাসী।
রাজা যদি বলতো এবার বাড়বে চালের দাম,
লোভীর দল লাভের আশায় করতো তা গুদাম।
রাজার বিশ্বাস ছিল অবিশ্বাস্য দেশের জনগণে,
তাইতো রাজা থাকতো রাতে দিনে নিরাপত্তাহীনে।
সে দেশের একটি দল ক্ষমতার লোভে,
রাজার জীবন করলো হরণ রাতের নিরবে।
ঘাতক দল সদল বলে জনগণে করলো মিথ্যাচার,
বলল এ রাজাটা থাকলে বেঁচে কারো জুটতো না আহার।


নতুন রাজা এলো এবার পিটিয়ে ঢাকঢোল,
বলল দেশ হবে সুখী সমৃদ্ধি হবে সবার মঙ্গল।
মঙ্গল হয় রাজ পরিবারে সুখী হয় চাটুকার,
সব প্রজারা পেলো না আর সম অধিকার।
অসহায় প্রজারা সদলবলে গেল দরবেশের আস্তানায়,
বলল আমাদের জন্য কিছু করো আমরা বড় অসহায়।
এই রাজাটার দাও মৃত্যু, বাঁচাও আমাদের,
প্রার্থনা করো খোদার কাছে রাজার জান কবজের।


মৃত্যু হলে এই রাজাটার নতুন রাজা এসে,
করলো প্রচার জীবনভর থাকবে সে প্রজাদের পাশে।
মাস যায় বছর যায় রাজ্যে সুখ সমৃদ্ধি নাহি আসে,
প্রজাদের দিন এমনি কাটে রাজার মিথ্যা আশ্বাসে।
আবারো প্রজারা এসে বললো ওগো প্রিয় দরবেশ,
এই রাজাটাকে হটিয়ে তুমি বাঁচাও মোদের দেশ।


আবার এলো নতুন রাজা দিলো নতুন আশা,
বলল মাছে ভাতে থাকবে সবাই ঘুচবে দৈন্যদশা।
রাজা চাহে জনগণে দিতে উন্নত দেশ উপহার,
কিন্তু দেশে বাড়ে দুর্নীতিবাজ বাড়ে চাটুকার।
গরিবরা সব রইলো গরিব ধনী হলো আরো ধনী,
জীবন বাঁচাতে দরিদ্র প্রজাদের বাড়লো পেরেশানি।
আবার সবাই মিলে বুদ্বি করে গেলো দরবেশের কাছে,
বলল এ রাজাটার শাসনে আর জীবন নাহি বাঁচে।
দাও কিছু উপদেশ। শুনিয়া দরবেশ বলল "ভাইয়েরা আমার,
তোমাদের দেশে  অধিকাংশই দুর্নীতিবাজ, লোভী আর চাটুকার।
শিক্ষিত আর মূর্খের নাই ব্যবধান নীতি নৈতিকতায়,
সবাই হলো সুযোগ সন্ধানী, একা কি করবে রাজায়?
সুখী সমৃদ্ধশালী দেশ যদি তোমরা পেতে চাও,
ঘুষখোর দুর্নীতিবাজ আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও"।