সে অতিশয় ফর্সা ছিল না,
কিন্তু পরিচ্ছন্ন ছিল।
সে উদ্যত ছিলো না,
ছিল বিনয়ী।


সে ক্রাশ ছিল না,
ছিল শেষ রজনীর চাঁদের মতো,
সে সুন্দরী ছিল না,
ছিল সুন্দর বিস্ময়ী।


বাক ছিল তার অবাক করা
ছিল সে মধুর ভাষিনী,
যত বলতো মনে হতো যেন
আর কখনো কেউ তা বলেনি।


অল্প স্বল্প করেছিল গল্প
অল্পতে যেন সে তুষ্ট,
সাধারণ সাজ অসাধারণ লাজ
হাসিটা ছিল ভারী মিষ্ট।


নীলক্ষেতের মোড়ে নীল শাড়িতে
প্রথম দেখা তাহার সনে,
মেঘলা আকাশ হৃদয় উদাস
আজ বৃষ্টি ঝরা শ্রাবণে।