মেঘনা নদী কইতো যদি করবে না আর নাশ,
ভালোবেসে তাহার পাড়ে করতাম বসবাস।
কিন্তু নদী নিরবধি মিথ্যা কথা বলে,
বিকাল বেলায় দেয় সে ভাটা সন্ধ্যায় জোয়ার তোলে।
নদীর কথা করবো নালিশ খুঁজছি বিচারক,
নদী বলে সবাই নাকি তাহার মতো-ই ঠক।
ঠকের দেশে ঠকবে সবাই জিতবে শক্তিধর,
যেমন নদী নন্দ করে ইচ্ছে মতো ভাঙ্গে গড়ে চর।