হাতে নিয়েছো তসবিহ আর মাথায় পড়েছো টুপি,
রমজানে তুমি সাজিয়াছো আজ মস্ত সাধক সুফি।
পানাহার ত্যগিয়া করিতেছো তুমি উদরের সংযম,
দিন রাত তুমি থাকো মহা ব্যস্ত প্রার্থনায় হরদম।
মসজিদে দাও লক্ষ টাকা গ্রামেতে কাপড় বিলাও,
মালদার তুমি দিলদার তুমি চারিদিকে সুনাম ছড়াও।
সৎ যদি হও বন্ধু তোমায় রইলো ভালোবাসা সন্মান,
কিন্তু যদি হও দুর্নীতিবাজ তবে কেন কর এ প্রতারণ?
ঘুষ আর অতি মুনাফায় লভিতেছো যত অর্থ,
তোমার এবাদাতে সে পাপ কভু হবে কি আবরিত?
প্রতারণা করে মানুষ ঠকিয়ে যদি হও সম্পদশালী,
মানুষের অভিশাপে তোমার প্রার্থনা হবে জলাঞ্জলি।
উদরের সংযম চায় না বিধাতা চায় আত্মার সংযম,
সৎ, ন্যায়পরায়ন ও মহৎ হৃদয় হলো স্রষ্টার প্রিয়তম।