ছয় দফা দিলো স্বায়ত্তশাসন
এগারো দফা দিলো অধিকার,
১৯৭০ এর নির্বাচন দিলো স্বাধীনতার স্বপ্ন
"জয় বাংলা" স্লোগানে হলো শেখ মুজিবের স্বাক্ষর।
"জয় বাংলা" বঙ্গবন্ধুর কন্ঠ থেকে সারা বাংলার ঘরে ঘরে খেলার মাঠে চায়ের দোকানে,
ছাত্র শ্রমিক কৃষক জেলে সবার কন্ঠে হলো অমৃত সাহসী স্বর।
দিনে দিনে সে স্বর হইল সুর, হইল সবার চাওয়া,
"জয় বাংলা"য় হলো মিছিল, হলো গানের সুরে গাওয়া।
স্বর হইল বজ্রস্বর মিছিলে মিছিলে প্রকম্পিত হলো সোহরাওয়ার্দী উদ্যান,
৭ ই মার্চ,১৯৭১ জাতির পিতা বঙ্গবন্ধু এবার গাইলেন স্বাধীনতার গান।
সে যে গান নয়, আকাশ-বাতাস প্রকম্পিত করা অগ্নিঝরা কবিতা, সে কবিতায় ছিল বাঙ্গালি জাতির ২৩ বছরের অত্যাচার আর বঞ্ছনার ইতিহাস।
তারপর প্রবল পিতৃস্নেহে তাহার কণ্ঠে ধ্বনিত হল একটি কঠিন আদেশ:
“তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
সজ্জিত হল বাঙ্গালি বীরবেশে,
হলো যুদ্দ নয় মাস। ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বলিদানের বিনিময়ে বিজয় হল বঙ্গবন্ধুর, বিজয় হলো বাঙ্গালির,স্বাধীনতা পেলো আমাদের মাতৃভূমি।
লাল সবুজের পতাকায় জন্ম নিলো একটি নতুন দেশ। বঙ্গবন্ধু প্রিয় বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ।
"জয় বাংলা" স্লোগান থেকেই বাংলাদেশ হলো স্বাধীন সার্বভৌম,
আমাদের প্রিয় দেশ, আমাদের ভালোবাসা, আমাদের প্রিয়তম।