এই তো আর মাত্র ক'দিন,
অতঃপর এই পৃথিবী থেকে আমরা সবাই হবো চির বিলীন।
তবে কেন মহাশয়?
সেধে সেধে তুমি করছো যুদ্ধ খুঁজছো তাহাতে জয়।
কেন খুঁজছো জাতি-ধর্ম-বর্ণ ব্যবধান?
করছো কেন হিংসা-বিদ্বেষ? বধ করছো একে অপরের প্রাণ!
তুমিও মানুষ আমিও মানুষ আমরা মানুষ জাতি,
এই ভূবনে আমরা সবাই একে অন্যের সাথী।
সুখে দুঃখে মোরা রবো একসাথে এই হোক অঙ্গীকার,
মোদের ঐক্য দেখলে হাসবে স্রষ্টা, সৃষ্টিজগত করবে জয়জয়কার।