কিনতে হবে বই
পড়তে হবে বই
বই এর ভিতর জ্ঞানের কথা গুণীর কথা
দেশের কথা ভুবনলয়ে ভাবুকরা সব করে হৈচৈ।
চন্দ্র সূর্য গ্রহ তারা
ধরায় ছড়ায় আলোর ধারা
তেমনি একটি ভালো বই
হৃদয় তোমার আলোকিত করবে নিশ্চয়ই।
আকাশ সম হতাশ যখন
পড়লে বই দেখবে স্বপন
কাটবে ভয় করবে জয়
সকল কাজ, বিশ্ববীরের মতই।
দুঃখ কষ্ট একাকীত্বে
বন্ধু সঙ্গ পাবে চিত্তে
পড়লে ভালো বই
জীবন তোমার নতুন সাজে সাজবে অবশ্যই।