ওহে আমার প্রাণের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়,
জন্ম থেকে আজন্ম তুমি জ্ঞানের পর্বত হিমালয়।
তোমাতে শেখায় সাম্য মৈত্রী মুক্ত চিন্তা ধারা,
তোমাতে শেখায় ঐক্য-ই শক্তি সকল যুগেই সেরা।
তোমাতে শেখায় ন্যায় নীতি শেখায় মানবপ্রেম,
তোমাতে শেখায় সততা মহত্ব দেশপ্রেম অবিরাম।
শত পরমতে সহিষ্ণু হতে তোমাতে দেয় শিক্ষা,
তোমাতে শিখায় স্বনির্ভর হতে করতে না কভু ভিক্ষা।
মানুষের মত মানুষ হতে তুমি দাও যে সেরা মন্ত্র,
যুগে যুগে তুমি জাগ্রত থাকো হয়ে অনন্য ও স্বতন্ত্র।