তোমার চোখের তারায় খুঁজেছি তোমায় দেখিনি তোমার অধর,
তোমার প্রাণের মাঝে গেঁথেছি পরান করিনি অধরে আদর।
তোমার এলোকেশ ছুঁই নি আমি ধরিনি তোমার হাত,
দিবস ও রজনী যদিও আমরা চলেছি একসাথ।
তবু কেন হায় কথায় কথায় করো এত অভিমান,
আমি তো কভু করিনি পঠন তোমার দেহের ব্যকরন।
তুমি তো জানো বড় ভীরু আমি মনটা সহজ সরল।
নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে ও ছুঁই না নদীর জল।
যদি তুমি আমায় কাপুরুষ বলো মেনে নিব তাও,
আমি তো তোমার মন চেয়েছি চাইনি তোমার দেহ।
চেয়েছি তোমার মুখে হাসি চাইনি শরীর ছোঁয়ার ভিখ,
হয়তো আমি ভিন্ন প্রেমিক - নই যুগের স্মার্ট আধুনিক ।