ভবিষ্যতের ভাবনা যদি নষ্ট করে বর্তমান,
অতীত কি আর হবে সুন্দর, হবে কি আর মহীয়ান?
আজকের ক্ষণ যাহা বর্তমান কালকে হবে তা অতীত,
যাহা কিছু করি রবে তাহা স্মরি হবে তা জীবনের সংগীত।
গতকাল যাহা গত হয়ে গেছে শত চেষ্টাতেও ফিরবে কি?
অতীত ভেবে শুধু সময় অপচয় কি হবে তাতে লাভ-ক্ষতি!
ভবিষ্যতে মৃত্যু নিশ্চিত আর বাকিটা স্বপ্নবিলাস,
বর্তমান হলো বড় মূল্যবান অতি ভাবনায় সর্বনাশ।