বাবা মানে মেজাজী মুখ
বাবা মানে ভয়ের,
বাবা মানে শীতল ছায়া
গ্রীস্মের প্রখর রোদের।
বাবা মানে আদেশ-নিষেধ
জীবন চলার পথের,
বাবা মানে সামনে চলা
সকল স্বপ্ন জয়ের।
বাবা হল ঊষার রবি
ভূবন ভরা আলো,
বাবা-ই প্রথম শিক্ষা গুরু
শিখায় মন্দ ভালো।
বাবা মানে ক্লান্ত দেহে
একটি হাসি মুখ,
বাবার থাকে উদার হৃদয়
বিলিয়ে দিতে সুখ।
বাবা হলো বিশ্ব মাঝে
নিশ্চিত নিরাপদ আশ্রয়,
সব বাবারা বেঁচে থাকুক
ভালবাসা আর শ্রদ্ধায়।