পুরুষ নারীর সৌন্দর্য খুঁজে
লাল সাদা গায়ের রঙে
লম্বা স্লিম ক্রাশ অঙ্গে
শরীর দেখিয়ে হাঁটার ঢঙ্গে
উদ্দাম বক্ষ লীলায়।
খোঁজে না এখন আর লজ্জায়
বিনয় প্রনয় কিংবা প্রজ্ঞায়।
নারী পুরুষের সৌন্দর্য খোঁজে
লম্বা সুঠাম দেহে আভিজাত্যের মোহে
অর্থবিত্ত আর ক্ষমতায়।
খোঁজে না কেউ আর আগের মতো
মেধায়, ভদ্রতা আর সততায়।
অমার্জিত রুচি আর লোভ লালসায়
হারিয়ে যাচ্ছে উদার প্রেম
হারিয়ে যাচ্ছে অকৃত্রিম ভালবাসা
লুপ্ত হচ্ছে সহজ সরল সুন্দর হৃদয়।