তুমি এখন শক্তিশালী
তাই সবই তোমার সত্য,
অল্প স্বল্প গল্প যত
তোমার সব কথ্য।


যা ইচ্ছা তাই বকতে পারো
এখন তুমিই প্রধান বক্তা,
তোমার ভয়ে শান্ত সবাই
নির্বাক অনুগত শ্রোতা।


তোমার জন্য মিলবে তালি
তোমার খানিক বক্তৃতায়,
লোভী কবি লিখবে ছড়া
তোমার মিথ্যা প্রশংসায়।


তোমার উক্তির কীর্তি অনেক
কারন তোমার এখন অনেক শক্তি,
মনে রেখো শক্তির জোরে সবি মিলে
মিলে না ভালোবাসা আর শ্রদ্ধাভক্তি।


কীর্তি ভরা যত ভিত্তি গড়ো
মিথ্যা যদি থাকে তায়,
একদিন সব বিলীন হবে
হবে যখন অসহায়।