দেশজুড়ে আছে অসংখ্য দুর্নীতিবাজ,চোর-ডাকাত;
অথচ নাই কারো বদনাম,
কোন এক কালে অচেনা এক ডাকাত আমার বুকে করেছিল ক্ষনিকের বাস, অমনি ছড়ালো দুর্নাম,
সেই থেকে ডাকাতিয়া নদী আমার নাম।


একদা আমার ছিল টগবগে যৌবন, ছিল স্বচ্ছ পানির  উচ্ছল ঢেউ, ছিল নন্দিত খরস্রোত,
আমার বুকের উপর দিয়ে চলতো লঞ্চ- নৌকা, মাঝি গাইতো গান অবিরত।
আমার বুকে ফুটিত পদ্ম-শাপলা, খেলিত দুষ্ট বালকের দল,
আমার পাড়ে আসতো কপোত-কপোতী, ছিল হরেক রকম মানুষের কোলাহল।


ওসব আমার অতীত কথা, এখন আমি জীর্ণ-শীর্ণ, শুষ্ক আমার দেহ ,
বক্ষে আমার অসীম তৃষ্ণা চায় না ফিরে কেহ।
নব্য ডাকাত দখল নিচ্ছে আমার অঙ্গ খানি,
বীর সাহসে কেউ করে না তার প্রতিরোধের বাণী।


আমি নামে শুধু ডাকাতিয়া  আসল ডাকাত যারা,
এই শহরে তারা প্রিয় আমি সর্বস্ব হারা।।