আত্মা যদি হয় অবিনশ্বর , তবে মৃত্যুর পরে ও ফিরে আসব তোমার কাছে,
দেখিতে নিত্য, তোমায় অনিত্য সাঁজে,  তোমার সদা সত্য সুন্দর রূপ।
হে আমার প্রথম সুন্দর চির অমৃতময়ী
আমার প্রথম চৈতন্যে তুমি এলে কৌতূহলে  
কোলাহল হীন শেষ রাতের এক সুন্দর নক্ষত্রের মত
রজনী গন্দা ফুলের ন্যায় সুবাসিত সুরভিত  হয়ে আমার একাকী অনিন্দ ভুবনে তুমি দিয়েছ আনন্দ
মুগ্ধ করেছো মোরে স্নিগ্ধ  প্রণয়ে।


বনে উপবনে বসন্ত শ্রাবণে ফুটে কত  গোলাপ চামেলি হেনা,
রাতের আকাশে চাঁদ তারা হাসে যৌবনা জোসনা,
বনে বনে পাখি করে ডাকাডাকি গায় গান মধুর স্বরে,
দক্ষিণা হাওয়ায় গন্ধ বিলায় ফুলেরা ভুবন ভরে,
সাগরের জল বড় উচ্ছল নৃত্য করে অবিরত,
পৃথিবীর সব সুন্দর লাগেনাতো অপূর্ব মনোহর তোমার স্নিগ্ধ হাসির মত।


তাই আমি তোমাকে চাই সর্বত্রই,সর্বক্ষণ, চাই চোখে চোখে, চাই হাসিমুখে, দেখতে চাই যুগযুগান্তে, এমন কি  মৃত্যুর পরেও।