ইচ্ছে করে কত কিছু লিখি,
যেদিকে যাই যখন যাহা দেখি।
যা দেখি তা লেখার সাহস কি আমার আছে?
অনেকে আছে পড়তে গিয়ে ক্ষিপ্ত হয়ে নাচে।
সন্দেহ মোর লেখা যদি কারো মতের বিরোধ হয়,
দেশ জুড়ে এমনিতে চলছে মব জাস্টিসের ভয়।
তার চেয়ে ও সেই ভালো প্রেমের কথা লিখি,
কালকে আবার তার সাথে হল দেখা-দেখি।
ফুচকা খেলাম কফি খেলাম ঘুরলাম মেট্রোরেলে,
বিনয় করে প্রণয়ের কথা কহিলাম হাসির ছলে।
আমার হাসি বাঁদর হাসি তার হাসি গোলাপ,
তার কথা অমৃত সুধা আমার কথা বিলাপ।
আমার প্রলাপ আমার বিলাপ শুনবে এখন কে?
চলছে এখন বলছে এখন সবাই যুগের হুজুগে।
এই হুজুগে যারা নিচ্ছে সুযোগ তারা আছে ভালো,
আমি সাধারণ দেখছি স্বপন অলীক আশার আলো।