নেই প্রয়োজন কোন মূলধন রাজনীতি আর তোষামোদি ব্যবসায়,
চলো বেকার ভাই এ পেশাতে যাই এইতো মুখ্য সময়।
চাকরি করে কি আর পাবে বেতন কতো হবে?
সাধুজন তার সৎ ব্যবসায় মাসে কি আর লভে?
তার চেয়ে সেই ভালো গাহিব পরের গীত,
সত্য মিথ্যা বলিয়া রচিব নিজেই নিজের হিত।
এই ব্যবসাতে নেই কোন ঝুঁকি, নেই তো কোন নীতি,
শুধু কখনো কাহারো রটিবো সুনাম কখনো বা কুকীর্তি।
আয় রে এ-কার, আয় রে বে-কার, করিস না আর মত বিভ্রাট।
এই রঙ্গ খেলার বঙ্গ দেশে রাজনীতি আর খোষামুদি ব্যবসাই জমজমাট।