"হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালা"।
কে ডাকিছো মধুর কন্ঠে মসজিদের মিনার হতে
রোজ সকাল সন্ধ্যা বেলা।


কে শুধাইছ ভাই,
এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন মাবুদ নাই।
ওগো মুয়াজ্জিন,
কে তুমি ভাই প্রতিদিন আমায় দিচ্ছ এত ভালোবাসার ঋণ।
চন্দ্র সূর্য যেমন করে  জ্বালায় আলো ভুবন প'রে,
তেমনি তুমি সত্য বাণী শোনাও দিনে পঞ্চ বেলা।


ওগো মুয়াজ্জিন,
কেমনে আমি শোধিব তোমার ভালোবাসার ঋণ।


শয়তান যখন ভোর বেলাতে, মোর দেহে ভরে দেয় অলসেতে, আনে চোখে অঘোর ঘুম,
তখন তুমি জানাও মোদের, "আসসালাতু খাইরুম মিনান নাউম"।
মুমিন-মুসলিম সাধ্য কি তার, তোমার আহবান করে অবহেলা।