পুলক জাগিল, মদিনার পুণ্য ভূমিতে যবে রাখিলাম চরন,
প্রাণের তৃষ্ণা; এখানে কাটুক বাকি জীবন আমার- এখানে হোক মরণ।
শান্ত শহর অতি মনোহর হাসিখুশি অধিবাসী,
ভোরের বাতাস ছড়ায় সুবাস যেন বেহেশত হতে আসি।
এইখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী-রাসুল, সাথে তার সহচর,
আছেন হযরত আবু বকর, হযরত ওসমান, বিশ্বের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর।
যে পথে তারা হেঁটেছেন সদা সে পথের কিছু ধুলি,
উড়িয়া আসিয়া বক্ষে আমার করিলো কোলাকুলি।
সে ধুলোর ছোঁয়ায় পথের মায়ায় দুলিতে দুলিতে মন,
বলিছে হৃদয়; এখানে কাটুক বাকি জীবন আমার- এখানে হোক মরণ।
শ্রদ্ধা ভক্তি প্রাণের আনন্দে যবে আসিলাম হযরত মুহাম্মদ (সঃ) গৃহ দ্বারে,
"আসসালামুয়ালাইকুম ইয়া রাসুলুল্লাহ"কন্ঠ হতে নিঃসৃত হলো বারে বারে।
আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে করলাম প্রার্থন,
মনের ইচ্ছা; এভাবে যদি কাটতো বাকি জীবন আমার- এভাবে হতো মরন।