ছিল শুদ্ধ স্বাধীনতার অভাব,
ছিল কষ্ট, তাই রুষ্ট মনে
আমি ও সেদিন যোগ দিয়েছিলাম তোমার মিছিলে,
বলেছিলে,- ফিরিয়ে দিবে ভোট ও ভাতের অধিকার, দিবে নিরাপত্তা, দিবে মত প্রকাশের অধিকার, দিবে বিচার বিভাগের স্বাধীনতা,
কিন্তু হায় তুমি ও! সেই তাহাদের মত!!
রাজপথের গণতন্ত্রের মিছিল ক্ষমতায় গেলে হয়ে যায় স্বৈরতন্ত্রের দাম্ভিকতা।
কেউ কথা রাখেনা, যাহারা-ই আসে ক্ষমতায়,
সব লুটেপুটে নিয়ে যায়।
এবার পণ  করেছি, আর যাব না রাজপথে মুক্তির মিছিলে,
চিৎকার করে বলব না আর, গণতন্ত্রের মুক্তি চাই।
ইতিহাস যেন করে উপহাস,, বলে – ‘তোমাদের মুক্তি নাই’।
তাই বিষাদ মনে ঘরের কোণে, নিদ্রা যাব আপন মনে
আপনারে আমি রাখিব বন্দী শুধু আপনার সনে।
শুধু আপনার সনে।