এখন যদি কেউ মিথ্যা কথা বলে,
বা মিথ্যা স্বপ্ন দেখায়,
কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দেয়,
তাতে হই না আর বিস্ময়,
এ শহরে ক জনেই বা সত্য কথা কয়?


এখন যদি কেউ ভালো না বাসে
কাছে বসে প্রাণ খুলে না হাসে
কিংবা প্রেমের নামে করে অভিনয়
তাতে হই না আর বিস্ময়
এ শহরে ক জনেই বা করে নিঃস্বার্থ প্রণয়?


এ শহর এখন সমাজবদ্ধ নয়
এ শহর চলে লাভে-লোভে
কি দেবে কি পাবে?
সততা, মানবতা, উদারতা কিংবা
এ শহরে ক জনের আছে মহৎ হৃদয়?