একদা মোদের লক্ষ্য ছিল
সৎ সাহসী বক্ষ ছিল
বুদ্ধিগুলো শুদ্ধ ছিল
বক্তৃতা বিবৃতিতে বিনয় ছিল
মতামতের অমিল হলেও
সবার প্রাণের মিল ছিল।


একদা মোদের যুবক তরুণ
দেশ প্রেমে ছিল দারুন
দেখলে কোথাও অন্যায় অপরাধ
দল বেঁধে তারা করতো প্রতিবাদ
দেশের স্বার্থে ছাত্র সমাজ
দলীয় স্বার্থের ঊর্ধ্বে ছিল।


একদা মোদের কৃষক শ্রমিক
ছিল সহজ সরল বেজায় রসিক
কামার কুমার তাঁতি জেলে
কাটাতো দিন হেসে খেলে
শিক্ষক লেখক সাংবাদিক
ছিল সত্য ন্যায়ের পথ প্রদর্শক ।


একদা সবাই ভালো ছিলো
এটা এখন গল্প,
এখন পক্ষপাতের মিথ্যাচারে
ভালো আছে অল্প।