বিশ্ব এবার বিস্ময় চোখে দেখুক পদ্মা সেতু,
আবার ও জানুক বীর বাঙালি কাহারো কাছে হয় না পদানত,
যাহা চায় তারা জয় করে পায়,
সকল বাধা এদের কাছে হয় যে পরাভেতু।


এ জাতি চেয়েছে মায়ের কথা রাষ্ট্রভাষা বাংলা হোক,
এ জাতি চেয়েছে পরাধীন বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হোক।
বাঙালির চাওয়ায় থাকে দৃঢ় প্রত্যয়,
জীবন দিয়ে হলেও তারা ছিনিয়ে নেয় জয়তু।


সাম্যের দেশ,ঐক্যের দেশ,
বঙ্গবন্ধুর বীর বাংগালীর দেশ, বাংলাদেশ।
হৃদয়ে এদের অসীম দেশপ্রেম বাংলাদেশ প্রিয়তু।    
বিশ্ব জানুক বারবার জানুক এ জাতি নয় তো ভিতু।