বড় যদি হতে চাও ছোট হও আগে,
পাঠশালার এই মন্ত্র খানি ভুলে গেছে সবে।
ভুলে গেছি আমরা সবাই ধৈর্য হলো মহৎ গুণ,
তাইতো করি আক্রমণ পান থেকে খসলে চুন।
একটু মতের অমত হলে-ই ভাবনা আসে শত্রুসম,
যা আসে মুখে তাই বলি কথাবার্তায় নই নম্র।
যুগের হুজুগে ভুলে গেছে সবে আচরণে ব্যক্তির পরিচয়,
নয়তো সনদ নয়তো উচ্চপদ কিংবা নয় তো কোন মহাশয়।