কবি না হয়ে কবিতা হলে থাকতাম তোর মনে
মাঝে মাঝে পড়তি আমায় মধুর আলাপনে।
গান হলে হতো আরো ভালো রাখতি আরো মনে,
গুনগুনিয়ে গাইতি আমায় গোপনে নির্জনে।
কিন্তু আমি নিরস গদ্য, যদ্যপি আসি তোর ভাবনায়,
আলুথালু বলে ভুলে যেতে চাস ব্যস্ততার ছলনায়।
তুই কি আমায় ঘৃণা করিস? নাকি কোন অভিমান?
জানি এই ধরণীতে কেউ ব্যস্ত নয় অতি, করে শুধু ব্যস্ততার ভান।