ছিঃ সাহেব ছিঃ,
দেখতে তুমি সুশ্রী হলে ও মনটা তোমার বিশ্রী।
অনেক তোমার বিদ্যা বুদ্ধি অনেক তোমার জ্ঞান,
দেশের তরে থাকা উচিত তোমার অনেক অবদান।
কিন্তু তুমি অফিসের বড় চেয়ারে বসে,
প্রতি কাজে ঘুষ চাও নিলাজ হাসি হেসে।
কোট পরেছো টাই পরেছো মুখে এনেছো ভাব,
মনটা তোমার লোভী নিষ্ঠুর রয়েছে কু স্বভাব।
মানব প্রেম দেশ প্রেম নেই তোমার হৃদে,
কি লাভ হলো শিখে তোমার এতখানি বিদ্যে?
ছিঃ সাহেব ছিঃ,
তোমার আউট লুকিং ফিটফাট কিন্তু মনটা বিশ্রী ।